নাসার স্মরণে কল্পনা চাওলার মতো চিরতরে হারিয়ে যাওয়া মহাকাশচারীরা

Friday, January 29 2021, 11:19 am
highlightKey Highlights

৩৫ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালে ভেঙে পড়েছিল নাসার মহাকাশযান ‘চ্যালেঞ্জার' । ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি ঘটেছিল দ্বিতীয় দুর্ঘটনা। এই দুর্ঘটনার পর টানা দু’বছর সব রকমের মহাকাশ অভিযান বন্ধ রেখেছিল নাসা। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী কল্পনা চাওলা ও তাঁর সাথে থাকা ৬ মহাকাশচারী সঙ্গী তাঁদের পৃথিবীর বাড়িতে ফেরার রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছিল বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ‘কলম্বিয়া’ মহাকাশযান। দিনটির নাম দেওয়া হয়েছে ‘ডে অব রিমেমব্রান্স’। আজ সেই সব শহীদদের স্মরণ করেছে নাসা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File