Kaliganj | বোমাবাজিতে মেয়ের মৃত্যু, অবসাদে আত্মহত্যার চেষ্টা নদিয়ার তামান্নার মায়ের!

প্রতিবেশী সূত্রে খবর, অবসাদে ভুগছিলেন মহিলা। মঙ্গলবার নাকি একাধিক ঘুমের ওষুধ খেয়ে নেন তিনি।
গত ২৩ জুন, নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়ী হওয়ার পরই বিজয়উল্লাস শুরু হয়। সেদিন দুপুরে বোমাবাজিতে মৃত্যু হয় মোলান্দি গ্রামের ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের। এ ঘটনায় কমপক্ষে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। জল গড়ায় হাই কোর্ট পর্যন্ত। সিবিআই তদন্তের দাবিও করেছিল তামান্নার পরিবার। এ ঘটনার ৬ মাস কেটে গেলেও ক্ষতে প্রলেপ পড়েনি। মেয়ের শোকে মঙ্গলবার একাধিক ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তামান্নার মা। প্রতিবেশী সূত্রে খবর, মানসিক অবসাদে ভুগছিলেন মহিলা। বরাতজোড়ে প্রাণে বেঁচেছেন তিনি।
- Related topics -
- রাজ্য
- নদীয়া
- বিষণ্ণতা
- আত্মহত্যা
- হাইকোর্ট
- তৃণমূল কংগ্রেস
- বোমা বিস্ফোরণ
- মৃত্যু
