Kakdwip | জারি হয়েছিল লুক আউট নোটিস, কাকদ্বীপে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে গ্রেপ্তার আইনজীবী

ট্রানজিট রিমান্ডে মানোয়ারকে পশ্চিমবঙ্গে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
১৩ নভেম্বর সন্ধ্যায় আইনজীবীর চেম্বার থেকে উদ্ধার হয় ল-কলেজের ছাত্রী সোনিয়া হালদারের ঝুলন্ত দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবার অভিযোগ করে, সোনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন ওই আইনজীবী। মামলা শুরু হতেই কার্যত উধাও হয়ে যান অভিযুক্ত আইনজীবী শেখ মানোয়ার আলম। মানোয়ারের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে পুলিশ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে হায়দ্রাবাদ থেকে মানোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনা হচ্ছে।
