দেশ

Kailash Yatra | শুরু হতে চলেছে কৈলাস মানসরোবর যাত্রা, জুনেই খুলবে লিপুলেখ পাস এবং নাথু লা পাসের রাস্তা

Kailash Yatra | শুরু হতে চলেছে কৈলাস মানসরোবর যাত্রা, জুনেই খুলবে লিপুলেখ পাস এবং নাথু লা পাসের রাস্তা
Key Highlights

জুন-সেপ্টেম্বর মাসের মধ্যে কৈলাস মানসরোবর যাত্রার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৩০ জুন ২০২৫ তারিখে শুরু হতে চলেছে এই তীর্থযাত্রা। যা চলবে অগাস্টের শেষ পর্যন্ত।

প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৈলাস মানস সরোবর যাত্রার আয়োজন করে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। এবছর ৩০ জুন ২০২৫ তারিখে শুরু হতে চলেছে এই তীর্থযাত্রা। চলবে অগাস্টের শেষ অবধি। দুটি রুট বা দুটি পথ লিপুলেখ পাস এবং নাথু লা পাসকে অভিবাসনের চেকপোস্ট হিসেবে ধার্য করেছে সরকার। লিপুলেখ পাসের মাধ্যমে ৫টি ব্যাচ এবং সিকিমের নাথু লা পাসের মাধ্যমে ১০টি ব্যাচে যাত্রীরা তীর্থযাত্রায় অংশগ্রহণ করবেন। প্রতিদলে থাকবে ৫০জন তীর্থযাত্রী। কোভিড অতিমারীর পর এই প্রথম কৈলাস যাত্রার আয়োজন করছে সরকার।