Kagiso Rabada | ড্রাগ নিয়েছেন কাগিসো রাবাডা ! ‘ভুল’ স্বীকার করতেই মিললো সাময়িক সাসপেনশন

Saturday, May 3 2025, 2:46 pm
highlightKey Highlights

ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন রাবাডা। শনিবার এই মর্মে নিজেই ‘ভুল’ স্বীকার করেছেন তিনি।


মেগা নিলামে ১০.৭৫ কোটিতে তাঁকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। এবার সেই কাগিসো রাবাডার বিরুদ্ধেই উঠলো ড্রাগ সেবনের অভিযোগ। সূত্রের খবর, এপ্রিলের শুরুতে ভরা মরশুমে মাত্র ২টি ম্যাচ খেলেই হঠাৎ নিজের দেশে ফিরে যান রাবাডা। সেসময় গুজরাট টাইটান্সের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণে দেশে গিয়েছেন প্রোটিয়ান পেসার। শনিবার রাবাডা জানান, বিনোদনমূলক ড্রাগ সেবন করেছিলেন তিনি। ডোপ টেস্ট পজিটিভ আসায় সাময়িক নিষেধাজ্ঞা ভোগ করতে হচ্ছে তাঁকে। ভবিষ্যতে ক্রিকেটকে হালকাভাবে না নেওয়ার প্রতিজ্ঞা করেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File