K5 SLBM | দিল্লিতে বসে টার্গেট করা যাবে কাজাখস্তান-পূর্ব এশিয়ার প্রায় সবকটি দেশকে! ভারতের অস্ত্রভাণ্ডারে K5 SLBM!
Wednesday, April 16 2025, 1:39 pm

উন্নত এক অস্ত্র হলো পারমাণবিক ক্ষমতা সম্পন্ন K5 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (SLBM)।
বিশ্বের নানান প্রান্তে চলছে যুদ্ধ। এই আবহে সামরিক ভাণ্ডারকে উন্নত করতে উঠে পরে লেগেছে ভারত সরকার। এরকমই উন্নত এক অস্ত্র হলো পারমাণবিক ক্ষমতা সম্পন্ন K5 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (SLBM)। যার পাল্লা ৮০০০ কিলোমিটার। যদি এতে ১০০০ বা ২০০০ কেজির ভারী পে লোড চাপানো হয়, তাহলেও ন্যূনতম ৫০০০ কিলোমিটার পর্যন্ত উড়ে নির্ভুল নিশানায় K5 SLBM হামলা চালাতে পারে। অর্থাৎ দিল্লিতে বসে টার্গেট করা যাবে ইউরোপ, কাজাখস্তান, এমনকি পূর্ব এশিয়ার প্রায় সবকটি দেশকেই। K5 তৈরি করেছে DRDO।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- শক্তিশালী মিসাইল