দেশ

Jyoti Malhotra | AK৪৭ হাতে পাকিস্তানে জ্যোতি মালহোত্রাকে ঘিরে ৬জন! স্কটিশ ইউটিউবারের ভিডিওতে চাঞ্চল্যকর দৃশ্য!

Jyoti Malhotra | AK৪৭ হাতে পাকিস্তানে জ্যোতি মালহোত্রাকে ঘিরে ৬জন! স্কটিশ ইউটিউবারের ভিডিওতে চাঞ্চল্যকর দৃশ্য!
Key Highlights

মাঝে দাঁড়িয়ে জ্যোতি মালহোত্রা, আর তাকে ঘিয়ে বন্দুক হাতে কমপক্ষে ছ'জন। স্কটল্যান্ডের ইউটিউবার কালুম মিলের পাকিস্তানের ভিডিওতে উঠে এলো এমনই দৃশ্য।

মাঝে দাঁড়িয়ে জ্যোতি মালহোত্রা, আর তাকে ঘিয়ে বন্দুক হাতে কমপক্ষে ছ'জন। স্কটল্যান্ডের ইউটিউবার কালুম মিলের পাকিস্তানের ভিডিওতে উঠে এলো এমনই দৃশ্য। ভিডিওতে দেখা যায়, ওই বন্দুকবাজদের হাতে AK৪৭ ছিল। ভিডিয়োয় স্কটিশ ইউটিউবারকে বলতে শোনা যায়, ‘ওর সঙ্গেই ওই লোকেরা আছে, ওর সুরক্ষায় আছে। আমি জানি না ব্যাপারটা কী। এত বন্দুকের কী দরকার আছে?’ এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের চর হিসেবে কাজ করার অভিযোগে গ্রেফতারির পরে ফরেন্সিক পরীক্ষার জন্য জ্যোতির তিনটি মোবাইল ফোন এবং ল্যাপটপ পাঠানো হয়েছে।