Sandip Ghosh | সন্দীপ ঘোষকে ঘিরে আদালত চত্বরেই উঠলো ‘জাস্টিস’ স্লোগান, ছোড়া হলো জুতােও
Tuesday, September 10 2024, 11:18 am
Key Highlightsমঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হয় সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, সুমন হাজরা এবং আফসার আলিকে।
আদালতের কক্ষে এবার উঠলো ‘জাস্টিস’ স্লোগান। মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হয় সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, সুমন হাজরা এবং আফসার আলিকে।তাঁদের আদালতে আনার পর থেকেই শুরু হয় বিক্ষোভ। শুনানি শেষ হয়ে গেলেও সন্দীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। পরিস্থিতি সামলাতে চেয়ার থেকে উঠে বিচারককে অনুরোধ করতে হয়। এরপরই বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে আদালতে ঊর্ধ্বশ্বাসে দৌড় দেন সন্দীপ ঘোষ। দোতলা থেকে দৌড়ে এসে সিবিআইয়ের গাড়িতে ওঠেন তিনি। তাঁকে লক্ষ করে ছোড়া হয় জুতাে।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শহর কলকাতা
- আলিপুর কোর্ট

