Abhaya Clinic । আন্দোলনের মধ্যেও রোগী দেখবেন জুনিয়র চিকিৎসকরা, শহরের বিভিন্ন প্রান্তে চালু অস্থায়ী ক্যাম্প ‘অভয়া ক্লিনিক’

Sunday, September 1 2024, 8:59 am
highlightKey Highlights

জুনিয়র চিকিৎসকরা 'অভয়া ক্লিনিক' ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান শুরু করেছেন।


আজ, রবিবার কলকাতা জুড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে একাধিক বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে। জুনিয়র চিকিৎসকেরা সেই আন্দোলনের মধ্যেই রোগীদের পরিষেবা দিতে শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প ‘অভয়া ক্লিনিক’ চালু করেছেন। জুনিয়র ডাক্তাররা কুমোরটুলি, এসপ্ল্যানেড ক্রসিং, রানুছায়া মঞ্চ, ন্যাশনাল মেডিক্যালের ২ নম্বর গেট, এন আর এস মেডিক্যালের ১ নম্বর গেটে এই ক্যাম্পের আয়োজন করেছেন। ১০টা থেকে ২টা পর্যন্ত রোগী দেখা হবে। ক্যাম্পে রক্তচাপ মাপা, এক্স রে করা ও নিখরচায় ওষুধ দেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File