Burdwan Medical College | বর্ধমান মেডিকেলে মহিলা ডাক্তারকে শ্লীলতাহানি, অভিযোগের তীর ইন্টার্ন-এর দিকে

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক ‘ইন্টার্ন’-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক জুনিয়র ডাক্তারকে শ্লীলতাহানির অভিযোগ। হাসপাতালে সূত্রে খবর, মঙ্গলবার হাসপাতালের ভিতরে এক মহিলা জুনিয়র ডাক্তারকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ‘ইন্টার্ন’ এর বিরুদ্ধে। অভিযোগ, হাসপাতালের ওটিতে ওই মহিলা ডাক্তারকে শ্লীলতাহানি করেছে ইন্টার্ন। বুধবার মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন চিকিৎসক। যদিও অভিযোগ অস্বীকার করেছে ইন্টার্ন। তাঁর দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে তাঁকে। কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, বিষয়টি মেডিক্যাল কলেজের ‘জেন্ডার হ্যারাসমেন্ট সেল’ এ জানানো হয়েছে।