Journalist Dead । নববর্ষ থেকে নিখোঁজ ছিলেন, চারদিন পরে সেপটিক ট্যাঙ্কে মিললো সাংবাদিকের দেহ
Saturday, January 4 2025, 3:47 pm
Key Highlightsনববর্ষের দিন থেকেই নিখোঁজ ছিলেন সাংবাদিক মুকেশ চন্দ্রকর। শেষপর্যন্ত গতকাল তাঁর দেহ মিলল এলার এক প্রভাবশালী কন্ট্রাক্টরের বাড়ির সেপটিক ট্যাঙ্কে।
নববর্ষের দিন থেকেই নিখোঁজ ছিল ছত্তীসগড়ের বছর ২৮এর সাংবাদিক মুকেশ চন্দ্রকর। এলাকার এক প্রভাবশালী কন্ট্রাক্টরের বাড়ির সেপটিক ট্যাঙ্কে গতকাল তাঁর দেহ পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, কন্ট্রাক্টরের ১২০কোটি টাকার দুর্নীতি ফাঁস করে দিয়েছিলেন মুকেশ। তদন্ত কমিশন বসেছিল কন্ট্রাক্টরের বিরুদ্ধে। সম্প্রতি ওই কন্ট্রাক্টরের ভাই রীতেশের ডাকা বৈঠকে গিয়েছিলেন মুকেশ। তার পর থেকেই তার ফোন সুইচড অফ আসছিল। মুকেশের লাস্ট লোকেশন ট্র্যাক করে ওই কন্ট্রাক্টরের একটি বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
- Related topics -
- দেশ
- ছত্তীসগঢ়
- সাংবাদিক
- খুন
- তদন্ত কমিশন
- অস্বাভাবিক মৃত্যু

