রাশিয়ার পরমাণু চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেনের প্রশাসন

Friday, February 5 2021, 4:17 am
highlightKey Highlights

পুতিন-বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির গ্রেফতারি নিয়ে রুশ সরকারের বিরুদ্ধে যথেষ্ট সুর চড়িয়েছিল আমেরিকান প্রশাসন। তবে রুশ প্রেসিডেন্টের সেই পদক্ষেপ দু’দেশের পরমাণু চুক্তিতে কোনও ছায়া ফেলল না। রাশিয়ার সঙ্গে করা পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেনের প্রশাসন। প্রত্যাশামতোই যার কড়া সমালোচনা করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠেরা। ২০১০ সালে, বারাক ওবামার আমলে, রুশ সরকারের সঙ্গে ‘নিউ স্টার্ট’ নামে ওই চুক্তি সই হয়েছিল প্রাগে। আগামী কাল সেই চুক্তির মেয়াদ ফুরোনোর কথা ছিল। কিন্তু তার আগেই নতুন আমেরিকান বিদেশসচিব টনি ব্লিঙ্কেন জানিয়ে দেন, এই চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেনের প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File