এনআইএ-র মধ্যরাতের অভিযানে সুভাষগ্রাম থেকে গ্রেফতার জেএমবি জঙ্গি, নাশকতার ছক বানচাল
Wednesday, November 3 2021, 8:01 am
Key Highlightsসংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা থেকে এনআইএ এক সন্দেহভাজন জামাত ইল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে খবর, সোনারপুরের সুভাষগ্রামে একটি বাড়িতে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতে এনআইএ অভিযান চালিয়ে আব্দুলকে গ্রেফতার করেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জেএমবি-র সক্রিয় সদস্য ধৃত আব্দুল মান্নান বড়সড় কোনও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাঁর কাছ থেকে ভুঁয়ো আঁধার কার্ড ও ভোটার কার্ড উদ্ধার করেছে এনআইএ।
Related topics - - রাজ্য
- ক্রাইম
- এনআইএ