ফের সক্রিয় JMB স্লিপার সেল! চাঞ্চল্যকর তথ্য পেলেন গোয়েন্দারা
Monday, July 12 2021, 6:34 am
Key Highlightsগত রবিবার অর্থাৎ ১১ই জুলাই থেকে নাজিউর রহমান ওরফে জোসেফ, মিকাইল খান ওরফে শেখ সাবির এবং রবিউল ইসলামকে কলকাতা পুলিসের STF-এর গোয়েন্দারা জেরা করছেন। আর সেই জেরা থেকেই উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। নাহিদ তাসনিম নামে এক জঙ্গি নেতা বাংলাদেশের কাশিমপুর জেলে বসে গোটা একটা স্লিপার সেল চালাচ্ছিল। বাংলাদেশের কাশিমপুর জেলে বসেই এ রাজ্যে নতুন একটি স্লিপার সেল খোলার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী, মালদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে JMB জঙ্গিদের একটি দল। গোয়েন্দাদের ধারণা অনুযায়ী, জঙ্গিরা বড় কোনও নাশকতার পরিকল্পনা করেছিল।
Related topics - - দেশ
- তদন্ত
- জঙ্গি