সলমন খানের ‘অন্তিম’ সিনেমার যাত্রা শুরু করলেন টলিপাড়ার তারকা যিশু সেনগুপ্ত।
Wednesday, December 30 2020, 12:33 pm
Key Highlightsসলমনের ‘অন্তিম’ সিনেমার শুটিং শুরু করলেন যিশু সেনগুপ্ত,, ফ্লোর থেকে ক্ল্যাপস্টিক ধরা ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। ডিসেম্বরেই ‘অন্তিম’ সিনেমার ফার্স্ট লুক ভিডিও শেয়ার করেছিলেন সলমন। মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে ছবিটি। পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন মহেশ মঞ্জরেকর। শিখ পুলিশ অফিসারের চরিত্রে ইতিমধ্যেই দর্শকদের মনোরঞ্জন করেছেন বলিউডের ভাইজান। সঙ্গে আবার রয়েছেন ভগ্নীপতি আয়ুষ শর্মা। গুরুত্বপূর্ণ চরিত্রে নিকিতিন ধীর এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে দেখা যাবে বলেও খবর।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- সলমন খান
- সলমন খান ফিল্মস
- অন্তিম
- যিশু সেনগুপ্ত

