Jio | জিও এর পরিষেবা ব্যাহত, দেশজুড়ে জিও ইন্টারনেট ও ফোন কলিংয়ে সমস্যা

Tuesday, September 17 2024, 10:09 am
Jio | জিও এর পরিষেবা ব্যাহত, দেশজুড়ে জিও ইন্টারনেট ও ফোন কলিংয়ে সমস্যা
highlightKey Highlights

জিও নেটওয়ার্ক ব্যাপকভাবে বন্ধ, দেশজুড়ে গ্রাহকরা ভোগান্তিতে।


ডাউন হলো জিও। বেশিরভাগ গ্রাহকদের মোবাইলে সিগনাল আসছিল না বলে অভিযোগ। ২০ শতাংশ গ্রাহকদরা ইন্টারনেট কানেক্টিভিটি না চলার রিপোর্ট ডাউনডিটেক্টারে করেছে। গ্রাহকরা জানিয়েছেন যে রিলায়েন্স জিওর ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপ ঠিক মতো কাজ করছে না। ডাউনডিটেক্টারে ১২ টায় প্রায় ১০হাজারের বেশি অভিযোগ এসেছে। জিও এর পরিষেবা বন্ধ হওয়ার অভিযোগ দিল্লি, লখনউ এবং মুম্বাই মতো শহরে বেশি রিপোর্ট করা হয়েছে। ডাউনডিটেক্টর বলেছে, দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০,৩৬৭ নেটওয়ার্ক সমস্যার রিপোর্ট এসেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File