ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে, আগামী মে মাস থেকে চালু হচ্ছে মুকেশ আম্বানির সংস্থা জিও মার্ট

Monday, January 18 2021, 1:41 pm
highlightKey Highlights

৪০ কোটি গ্রাহকের দোরগড়ায় মুকেশ আম্বানির সংস্থা জিও মার্ট। আগামী ছয় মাসের মধ্যে হোয়টসঅ্যাপ ব্যবহারকারীদের ফোনে ঢুকে পড়বে জিও মার্ট। হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পলিসি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময়ই বড় ঘোষণা করল মুকেশ আম্বানির রিল্যায়েন্স। এই গাঁটছড়া ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে অনুঘটকের কাজ করবে বলে মনে করা হচ্ছে। রিলায়েন্স জানাচ্ছে, পোশাকি নামের এই Jio Mart হতে চলছে দেশ কি ন্যায়ি দুকান। মে মাস থেকে চালু হচ্ছে জিও মার্ট পরিষেবা। দেশের ছোট ও ক্ষুদ্র মুদিখানা ও স্টেশনারি দোকান গুলিকে পাওয়া যাবে একটি প্ল্যাটফর্মে, চ্যাট করতে করতেই অর্ডার। আর সেই অর্ডার আপনার চেনা দোকান থেকে পৌঁছে যাবে আপনার বাড়ি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File