Jiohotstar | চালু হয়ে গেলো জিয়ো হটস্টার! ১৪৯ টাকা থেকে শুরু রিচার্জ প্ল্যান!

জিয়ো সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার মিশে চালু হয়ে গেলো জিয়ো হটস্টার (JioHotstar)।
জিয়ো সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার মিশে চালু হয়ে গেলো জিয়ো হটস্টার (JioHotstar)। এই নয়া প্ল্যাটফর্মে প্রাথমিকভাবে তিনটি আলাদা-আলাদা প্ল্যান চালু করা হয়েছে। যা হল: মোবাইল প্ল্যান, সুপার প্ল্যান এবং প্রিমিয়াম প্ল্যান। প্রতিটি প্ল্যানের অধীনে দুটি রিচার্জ, তিন মাসের ও এক বছরের রিচার্জ প্যাক থাকছে। একমাত্র প্রিমিয়াম প্ল্যানের অধীনে বাড়তি হিসেবে এক মাসের রিচার্জ প্যাক আছে। অর্থাৎ প্রাথমিকভাবে মোট সাতটি রিচার্জ প্যাক থাকছে। জিয়ো হটস্টারের ৩ মাসের প্ল্যানের খরচ শুরু হচ্ছে ১৪৯ টাকা থেকে।
- Related topics -
- বিনোদন
- জিও
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অন্যান্য