বাণিজ্য

JIO | দৈনিক ১ GB ডেটার রিচার্জ প্ল্যান বন্ধ করলো Jio! নতুন রিচার্জ প্ল্যানের জন্য গুনতে হবে কত টাকা?

JIO | দৈনিক ১ GB ডেটার রিচার্জ প্ল্যান বন্ধ করলো Jio! নতুন রিচার্জ প্ল্যানের জন্য গুনতে হবে কত টাকা?
Key Highlights

দৈনিক ১ GB ডেটা রিচার্জ প্ল্যান বন্ধ করলো Jio! অর্থাৎ বন্ধ হলো ২০৯ টাকা এবং ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান।

দৈনিক ১ GB ডেটা রিচার্জ প্ল্যান বন্ধ করলো Jio! অর্থাৎ বন্ধ হলো ২০৯ টাকা এবং ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান। পরিবর্তে দৈনিক ১.৫ GB ডেটা যুক্ত রিচার্জ প্যাক চালু করা হয়েছে। ২০৯ টাকার পরিবর্তে ২৩৯ টাকা এবং ২৪৯ টাকার পরিবর্তে ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান চালু করেছে Jio। এই দুটি প্ল্যানের ক্ষেত্রেই মিলবে ১.৫ GB হাইস্পিড ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS,বিনামূল্যে Jio টিভি ও Jio AI ক্লাউডের সাবস্ক্রিপশন। তবে ২৩৯ টাকার রিচার্জ প্ল্যানটি ২২ দিনের জন্য এবং ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি ২৮ দিনের জন্য।