Masood Azhar | পাক অধিকৃত কাশ্মীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার!

পাক অধিকৃত কাশ্মীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহার।
কয়েকদিন আগেই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জোর গলায় দাবি করেছিলেন মাসুদ নাকি পাকিস্তানে নেই। এরপরই দেখা গেলো পাক অধিকৃত কাশ্মীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহার। প্রাথমিকভাবে অনুমান, জইশের ‘গড়’ বাহওয়ালপুরের বেড়াতে গিয়েছে কুখ্যাত জঙ্গি। উল্লেখ্য, ২০১৯ সালে পুলওয়ামা হামলার অন্যতম চক্রীও মাসুদ আজহার। এমনকি, ২০০১ সালের সংসদ ভবনে হামলা তথা ২০০৫ সালে অযোধ্যায় বিস্ফোরণ সহ একাধিক নাশকতায় হাত রয়েছে আজহারের।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- জঙ্গিগোষ্ঠী
- জঙ্গি
- পাক জঙ্গি