প্রথম ভারতীয় হিসেবে ফর্মুলা টু চ্যাম্পিয়ন হল জেহান, গড়ল নয়া নজির !
Monday, December 7 2020, 7:20 am
Key Highlightsসাতবারের ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মাইকেল শ্যুমাখারের ছেলে মিক শ্যুমাখারকে পরাজিত করে মুম্বাইয়ের ২২ বছরের রেসিং ড্রাইভার জেহান দারুভালা প্রথম ভারতীয় রেসিং ড্রাইভার হিসাবে জিতে নিলেন ফর্মুলা টু চ্যাম্পিয়ন ট্রফি। রেসিং -এর সময় যখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে তখন জেহান পিছিয়ে পড়েছিলেন বটে, কিন্তু হার মেনে নেননি। যদিও বা রেস কোর্সে সকলের নজর ছিল মিক শ্যুমাখারকের উপর। ছোট থেকেই মোটরস্পোর্টের উপর তাঁর ভালোবাসা ছিল। বিশ্বদরবারে তাঁর সেই স্বপ্ন সত্যি হল এবং ইতিহাসে জায়গা করে নিল।
- Related topics -
- ভারতবর্ষ
- আন্তর্জাতিক
- ফর্মুলা ২ চ্যাম্পিয়নশিপ
- জেহান দারুভালা
- মুম্বাই

