Jay Shah | বিশ্ব ক্রিকেটে ফিরল ভারতীয়, ICCর চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জয় শাহ
Sunday, December 1 2024, 9:40 am
Key Highlightsআনুষ্ঠানিকভাবে আইসিসির চেয়ারম্যানের পদ পেলেন জয় শাহ। গ্রেগ বার্কলের জায়গায় ১লা ডিসেম্বর এই দায়িত্ব পালন করবেন তিনি।
আনুষ্ঠানিকভাবে আইসিসির চেয়ারম্যানের পদ পেলেন জয় শাহ। গ্রেগ বার্কলের জায়গায় ১লা ডিসেম্বর থেকে এই নয়া দায়িত্ব পালন করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। উল্লেখ্য, ২০০৯ সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়ে ক্রিকেট প্রশাসনে প্রবেশ করেন জয় শাহ। এরপর ২০১৯ সালে তিনি বিসিসিআই সচিব হিসেবে নির্বাচিত হন। এক্ষেত্রে সবচেয়ে কম বয়সি সচিব হন তিনি। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে জয় শাহ ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমস ও মেয়েদের ক্রিকেটের দিকে বেশি করে নজর দেওয়ার কথা বলেন।

