Neeraj Chopra Wedding | চুপিসাড়ে বিয়ে সারলেন ভারতের জ্যাভলিন কিং নীরজ চোপড়া
Sunday, January 19 2025, 5:50 pm
Key Highlights
চুপিচুপি বিয়ে সারলেন ভারতের অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া।
চুপিচুপি বিয়ে সারলেন ভারতের অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। রবিবার, ১৯ ফেব্রুয়ারি রাতে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘নিজের পরিবারের সঙ্গে জীবনের নয়া অধ্যায় শুরু করলাম। আমাদের একসূত্রে গেঁথে দেওয়ার জন্য প্রত্যেকটা আশীর্বাদের প্রতি কৃতজ্ঞ। ভালোবাসায় আবদ্ধ। চিরকালের সঙ্গে বন্ধনে যুক্ত হলাম। নীরজ লাভ হিমানি।’ নীরজের স্ত্রী'র নাম হিমানি। প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্সে সোনা এবং প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক জয় করেছিলেন ভারতের জ্যাভলিন কিং।
- Related topics -
- খেলাধুলা
- নিরাজ চোপড়া
- জ্যাভলিন
- শুভ বিবাহ
- বিবাহ
- খেলোয়াড়
- অলিম্পিক্স
- অলিম্পিক