Jaswinder Bhalla | ৬৫ বছরে প্রয়াত কিংবদন্তি কৌতুকাভিনেতা জসবিন্দর ভাল্লা, শোকের ছায়া পাঞ্জাব চলচ্চিত্র জগতে

শরীর বেশি খারাপ হওয়ায়, হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। মোহালির সেই বেসরকারি হাসপাতালেই মারা যান জসবিন্দর।
শুক্রবার (২২ অগস্ট) প্রয়াত হলেন পাঞ্জাবি চলচিত্র জগতের দিকপাল কৌতুকাভিনেতা জসবিন্দর ভাল্লা (৬৫ বছর)। তাঁর বন্ধু জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মোহালির এক বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৮৮ সালে সহ অভিনেতা বাল মুকুন্দ শর্মার সঙ্গে তিনি কেরিয়ার শুরু করেন। তিন দশকেরও বেশি সময় ধরে তাঁর অনবদ্য টাইমিং, কৌতুক সৃষ্টির ক্ষমতা দিয়ে তিনি দর্শকদের মুগ্ধ করে করেছেন ‘ক্যারি অন জাত্তা সিরিজ’, ‘জট অ্যান্ড জুলিয়েট’, ‘মাহুল থিক হ্যায়’, ‘নটি বাবা ইন টাউন’ ইত্যাদিতে।