সেলিব্রিটি

জসপ্রীত বুমরাহ ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা-র সঙ্গে বাঁধা পড়লেন সাত পাকে

জসপ্রীত বুমরাহ ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা-র সঙ্গে বাঁধা পড়লেন সাত পাকে
Key Highlights

সোমবার সাত পাকে বাঁধা পড়লেন জসপ্রীত বুমরা। গোয়ার একটি হোটেলে ক্রীড়া চ্যানেলের সঞ্চালিকা সঞ্জনা গণেশনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভারতের তরুণ পেসার। বর-কনের পরিবার ও বন্ধুবান্ধবরাই আমন্ত্রিত ছিলেন বিয়েতে। টুইটারে দু'টি ছবিপ্রকাশ করে বুমরা লিখেছেন,'প্রকৃত ভালোবাসার যোগ্য হলে আপনাকে পথ দেখায়। ভালোবাসার জন্যই আমরা নতুন যাত্রা শুরু করলাম। আজ আমাদের জীবনের অন্যতম সুখকর দিন। আপনাদের সঙ্গে বিয়ের খবর ও আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা ধন্য় মনে করছি।' একই কথাই লিখেছেন সঞ্জনা।