Jasprit Bumrah | বিশ্বসেরা বুমরাহ! স্বীকৃতি দিয়েছে খোদ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা
Tuesday, January 14 2025, 12:30 pm
Key Highlights
বিশ্বসেরা ক্রিকেটারের কৃতিত্ব পেলেন জশপ্রীত বুমরাহ। এই স্বীকৃতি দিয়েছে খোদ ICC।
বিশ্বসেরা ক্রিকেটারের কৃতিত্ব পেলেন জশপ্রীত বুমরাহ। এই স্বীকৃতি দিয়েছে খোদ ICC। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা জানিয়েছে, এই মুহূর্তে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় পেসারই। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসন। বর্ডার গাভাসকর ট্রফিতে দারুন ফর্মে ছিলেন বুমরাহ। সিরিজের পাঁচ টেস্টে ৩২ উইকেট তুলে নিয়েছেন তিনি। শুধু ডিসেম্বর মাসের হিসাব করলে বুমরাহর উইকেট সংখ্যা ২২। পারথে বুমরাহর নেতৃত্বেই টেস্টে জয় পেয়েছিল ভারত।