Japan Internet Service | ১ সেকেন্ডে ডাউনলোড করা যাবে গোটা নেটফ্লিক্স! বিশ্বের দ্রুততম ইন্টারনেট আনলেন জাপানের বিজ্ঞানীরা

Saturday, July 12 2025, 3:49 pm
highlightKey Highlights

সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা ঘোষণা করেছেন, তাঁরা পরীক্ষামূলক ভাবে ১.০২ পেটা বাইট প্রতি সেকেন্ড গতির ইন্টারনেটের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে সক্ষম হয়েছেন।


সম্প্রতি জাপানের জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট এনআইসিটির বিজ্ঞানীরা ঘোষণা করেছেন, পরীক্ষামূলক ভাবে ১.০২ পেটা বাইট প্রতি সেকেন্ড গতির ইন্টারনেটের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে সক্ষম হয়েছেন তাঁরা। ১.০২ পেটা বাইট মানে প্রায় ১০ লক্ষ জিবি। এই গতিতে মাত্র ১ সেকেন্ডে গোটা নেটফ্লিক্সের সমস্ত কনটেন্ট অন্তত ২৫ বার ডাউনলোড করে নেওয়া সম্ভব! বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশেষভাবে ডিজাইন করা মাল্টি কোর অপটিক্যাল ফাইবার ব্যবহার করে ৫৩.৩ কিলোমিটার দীর্ঘ লাইন বরাবর এই ডেটা ট্রান্সমিশন সফল হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File