জাপান সরকারের কঠোর নিয়ম! করোনা বিধি অমান্য করলেই জনসমক্ষে অপমান

Tuesday, August 10 2021, 12:49 pm
highlightKey Highlights

মারণ করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে একমাত্র উপায় হল করোনাবিধি মেনে চলা। বর্তমানে গোটা বিশ্বজুড়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রহর গুনছে সকলে। এই পরিস্থিতিতে অনেকেই করোনার নিয়মাবলী সঠিকভাবে মানছে না। তাই জাপান সরকার অভিনব কায়দায় কোভিড নিয়মভঙ্গকারীদের উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করল। জাপান সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তরফে কঠোরভাবে জানানো হয়েছে, সেখানে কেউ কোভিডবিধি অমান্য করলে তাকে জনসমক্ষে অপমান করা হবে। এমনকি পেশাগত ক্ষেত্রেও করোনাবিধি ভঙ্গকারীদের হেনস্থা হতে হচ্ছে। ইতিমধ্যে বিদেশ থেকে এসে কোয়ারেন্টাইন বিধি ভাঙায় তিনজন নাগরিককে জনসমক্ষে অপমানিত হতে হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File