দেশ

Shinkansen | ভারতকে ‘শিনকানসেন’ উপহার জাপানের! ২০২৬এ ভারতে পৌঁছবে এই বুলেট ট্রেন

Shinkansen | ভারতকে ‘শিনকানসেন’ উপহার জাপানের! ২০২৬এ ভারতে পৌঁছবে এই বুলেট ট্রেন
Key Highlights

সম্প্রতি জাপান ঘোষণা করেছে যে ভারতকে E5 ও E3 সিরিজের ‘শিনকানসেন’ ট্রেন উপহার হিসেবে।

ভারতে চলছে মুম্বই আমেদাবাদ রেল করিডর তৈরি করার কাজ। এবার এই করিডোরে পরীক্ষা করার জন্য ভারতকে দুটো বুলেট ট্রেন উপহার দিতে চলেছে জাপান। ‘শিনকানসেন’ নামক এই ট্রেনের মডেলের আধুনিকতর ট্রেন হল E10 সিরিজ। Alfa X নামে পরিচিত এই ট্রেন ছুটতে পারে ৪০ কিমি প্রতি ঘণ্টা। আবার ইস্ট জাপান রেলওয়ের তৈরি E5 সিরিজের ট্রেনটির গতি হতে পারে সর্বোচ্চ ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রজেক্টের জন্য বাছা হয়েছে এ দুটি ট্রেন।