Australian Open Trophy | জেরেভকে হারিয়ে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয় জ্যানিক সিনারের
Sunday, January 26 2025, 12:21 pm

আলেকজান্ডার জেরেভকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জয় হাসিল করলেন জ্যানিক সিনার।
আলেকজান্ডার জেরেভকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জয় হাসিল করলেন জ্যানিক সিনার। সেই সুবাদে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি হাতে তোলেন শীর্ষ বাছাই তথা বিশ্বের এক নম্বর ইতালিয়ান তারকা। ম্যাচে দ্বিতীয় সেট টাই ব্রেকারে টেনে নিয়ে গেলেও প্রথম ও তৃতীয় সেটে সেই অর্থে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি জার্মান তারকা। সব মিলিয়ে ফাইনাল ম্যাচ স্থায়ী হয় ২ ঘণ্টা ৪২ মিনিট। প্রথম সেটে জেরেভকে ৬:৩ গেমে, দ্বিতীয় সেট জেতেন ৭:৬ (৭/৪) গেমে। তৃতীয় সেটও অনায়াসে জিতে যান সিনার।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- টেনিস
- টেনিস টুর্নামেন্ট
- অস্ট্রেলিয়ান ওপেন