জম্মুর এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণ কাণ্ডে একজোড়া নতুন তথ্য উঠে এল, ব্যবহৃত হয়েছিল ড্রোন
Saturday, July 3 2021, 2:40 pm
Key Highlightsগত শনিবার গভীর রাতে ৫ মিনিটের ব্যবধানে অর্থাৎ রাত ১টা ২৭ মিনিটে এবং ১টা ৩২ মিনিটে টেকনিক্যাল এরিয়ায় পরপর দু’বার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে জম্মু এয়ারফোর্স স্টেশন। এই বিস্ফোরণের জেরে বায়ুসেনার ২ কর্মী উইং অফিসার অরবিন্দ সিংহ ও লিডিং এয়ারক্র্যাফ্টম্যান এসকে সিংহ আহত হয়েছেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ির ছাদ। তদন্তে এবার এক জোড়া নতুন তথ্য উঠে এল। বায়ুসেনা সূত্রে জানা যাচ্ছে এই বিস্ফোরণটি ঘটানো হয় ড্রোনের মাধ্যমে এবং বিস্ফোরণকারীদের নিশানায় ছিল যুদ্ধবিমানগুলি।
- Related topics -
- দেশ
- জম্মু-কাশ্মীর
- বোমা বিস্ফোরণ
- ভারত
- জম্মু এয়ারফোর্স স্টেশন

