JK MLA Qaiser Jamshaid Lone । হতে চেয়েছিলেন জঙ্গি! স্বীকারোক্তি কাশ্মীরি বিধায়কের

Sunday, November 10 2024, 5:04 pm
JK MLA Qaiser Jamshaid Lone । হতে চেয়েছিলেন জঙ্গি! স্বীকারোক্তি কাশ্মীরি বিধায়কের
highlightKey Highlights

জম্মু ও কাশ্মীরের বিধায়ক কাইসার জামশেদ লোন ছোটবেলা জঙ্গি হতে চেয়েছিলেন। সেনাবাহিনীর অত্যাচারে নিয়েছিলেন এমন সিদ্ধান্ত।


এবার ন্যাশনাল কন্ফারেন্সের টিকিটে জম্মু ও কাশ্মীরের বিধায়ক হয়েছেন কাইসার জামশেদ লোন। বিধানসভায় লেফটেন্যান্ট গভর্নরের বক্তব্যের ধন্যবাদসূচ্ক বক্তব্য রাখতে গিয়ে লোন বলেন, ছোটবেলায় সেনাবাহিনী অপারেশনের সময় তাঁর ওপরে অত্যাচার হয়। তখনই তিনি ঠিক করেন বড়ো হয়ে তিনি জঙ্গি হবেন। তবে সেনার এক সিনিয়র অফিসার তাঁর ওপরে অত্যাচার করার জন্যে সেনাকে বকাবকি করেন। ফলে তড়িঘড়ি জঙ্গি হওয়ার পরিকল্পনা ত্যাগ করেছিলেন ছোট্ট লোন। জঙ্গি হতে গিয়েও শেষপর্যন্ত রাজনীতির মূল স্রোতে ফিরে এসেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File