জম্মু-কাশ্মীরকোভিড কালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজের পর প্রথমবার ভোট জম্মু-কাশ্মীরে!
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজের পর আজ থেকে প্রথম ভোটদান পর্ব শুরু হল জম্মু-কাশ্মীরে। জেলা উন্নয়ন পরিষদ (ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল)-এর ভোটগ্রহণ আজ সকল ৭ টা থেকে শুরু হয়ে চলেছিল দুপুর ২ টো পর্যন্ত, নির্বাচন চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। জেলা উন্নয়ন পরিষদে জম্মু এবং কাশ্মীরে ১৪০টি করে মোট ২৮০টি আসন রয়েছে ও মোট বুথের সংখ্যা ২,৬৪৪। উপত্যকা এলাকার কারণে সর্বক্ষণ নিরাপত্তার করা চাদরে মোড়া গোটা চত্বর। এই ভোট নিয়ে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান, পাশাপাশি রয়েছে জঙ্গি হানার আশঙ্কাও।