J&K Encounter | সাতসকালে অশান্ত জম্মু কাশ্মীর সীমান্ত, উপত্যকায় চলছে গুলির লড়াই
Thursday, May 22 2025, 4:03 am

ফের উপত্যকায় শুরু গুলির লড়াই। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর চলছে সংঘর্ষ।
বৃহস্পতিবার সকাল থেকেই জম্মু কাশ্মীরের কিস্তওয়ার জেলায় সিংপোরা এলাকা থেকে ঘনঘন গুলির শব্দ শোনা যাচ্ছে। সূত্রের খবর, সীমান্তে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। গোয়েন্দারা খবর পেয়েছিলেন সীমান্তবর্তী অঞ্চলে লুকিয়ে আছে একাধিক জঙ্গি। সেই সূত্রের ওপর ভিত্তি করে এদিন অভিযান চালায় সেনারা। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা। আটকা পড়েছে তিন থেকে চারজন জঙ্গি। এলাকায় জারি হয়েছে রেড এলার্ট। নিরাপত্তা বাহিনীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে জঙ্গিরা। শুরু হয়েছে এনকাউন্টার।
- Related topics -
- আন্তর্জাতিক
- জম্মু-কাশ্মীর
- দেশ
- জম্মু কাশ্মীর সরকার
- জঙ্গিগোষ্ঠী
- পহেলগাঁও জঙ্গি হামলা
- জঙ্গি
- পাক জঙ্গি
- জঙ্গি হামলা
- পাকিস্তান
- নিরাপত্তাবাহিনী
- ভারতীয় সেনা
- গুলি বর্ষণ