ধূপগুড়ির দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আড়াই লাখ করে অর্থ সাহায্য রাজ্য সরকারের

Wednesday, January 20 2021, 10:15 am
highlightKey Highlights

ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরুলিয়ার বেলগুমা পুলিস লাইনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই জলপাইগুড়ির দুর্ঘটনায় দুর্গতদের পরিবারের জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ধূপগুড়িতে মৃতদের পরিবারকে আড়াই লাখ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে সরকার। অন্যদিকে দুর্ঘটনায় আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য। আর নাবালক-নাবালিকা যারা আহত হয়েছে দুর্ঘটনায়, তাদেরকে ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য় দেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File