IAF Plane Crash | গত সপ্তাহেই হয়েছিল বাগদান, বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো বায়ুসেনার এক তরুণ জওয়ানের
Thursday, April 3 2025, 4:52 pm

গুজরাটের জামনগরে বুধবার রাতে ভেঙে পড়ে বায়ুসেনার জাগুয়ার বিমান। গত সপ্তাহেই বাগদান সেরেছিলেন। নতুন জীবন শুরুর আগেই মৃত্যু হল ভারতীয় বায়ুসেনা জওয়ানের।
বুধবার রাতে গুজরাটের জামনগরে ভেঙে পড়ে বায়ুসেনার জাগুয়ার বিমান। বিমানে পাইলটের আসনে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদব। বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় সিদ্ধার্থের। সূত্রের খবর, মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানে। বিমানটা যাতে লোকালয়ে ভেঙে না পড়ে, কোনো মানুষের যেন ক্ষতি না হয় তার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তিনি। উল্লেখ্য, গত সপ্তাহেই বাগদান সেরেছিলেন তিনি। নতুন জীবন শুরুর আগেই এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ সিদ্ধার্থের বাবা সুশীল সহ গোটা পরিবার।
- Related topics -
- দেশ
- গুজরাট
- বিমান দুর্ঘটনা
- বিমান
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমানবাহিনী
- বিমান চালক
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু