Jagdeep Singh | দৈনিক ৪৮ কোটি টাকা! বৃহৎ সংস্থার বার্ষিক রেভিনিউকেও লজ্জা দেবে জগদীপ সিংয়ের বেতন
এনার দৈনিক বেতন ছিল ৪৮ কোটি টাকা! বছরে তিনি বেতন নিতেন ১৭ হাজার ৫০০ কোটি টাকা।
ইলন মাস্ক, আম্বানি, আদানির নাম তো সকলেই শুনেছেন। কিন্তু জগদীপ সিংকে চেনেন? এনার দৈনিক বেতন ছিল ৪৮ কোটি টাকা! বছরে তিনি বেতন নিতেন ১৭ হাজার ৫০০ কোটি টাকা। বিশ্বের প্রথম সারির বিভিন্ন সংস্থায় কাজ করতেন তিনি। তবে ২০১০ সালে কোয়ান্টামস্কেপ সংস্থার প্রতিষ্ঠা করেন জগদীপ। এই সংস্থায় লগ্নি করেছেন বিল গেটস। সংস্থার ভ্যালুয়েশন এখন ২৩০ কোটি ডলারেরও বেশি। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কোয়ান্টামস্কেপের সিইও পদ ছেড়ে দিয়েছেন জগদীপ। বর্তমানে জগদীপ একটি স্টিলথ স্টার্টআপ এর সিইও হিসাবে কাজ করছেন।