Digha Jagannath Temple | প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন, নিবেদন হয়েছে ৫৬ ভোগও, কাতারে কাতারে দর্শনার্থী আসছেন দিঘায়
Wednesday, April 30 2025, 7:23 am

মঙ্গলে মহাযজ্ঞের মধ্য দিয়ে মাঙ্গলিক আচার অনুষ্ঠান শুরু করা হয়। বুধবার, অক্ষয় তৃতীয়ায় সকালে ভোগ নিবেদন ও বাকি মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়েছে।
মঙ্গলবার মহাযজ্ঞের পর বুধবার, অক্ষয় তৃতীয়ায় সকালে মুখ্যমন্ত্রীর হাতে প্রাণপ্রতিষ্ঠা এবং ভোগ নিবেদন সম্পন্ন হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরে। সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ৫৬ ভোগ নিবেদন করা হয়েছে জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রাকে। ৫৬ ভোগ এ রয়েছে ২০ ধরনের মিষ্টি, ১৬ রকমের নোনতা খাবার এবং ২০ রকমের শুকনো ফল। রয়েছে ঘোল, ক্ষীর, বাদাম দুধ, টিক্কি, কাজু, আমন্ড, পেস্তা, রসগোল্লা, জিলিপি, লাড্ডু, রাবড়ি, মাঠরি, মালপোয়া, মোহনভোগ, চাটনি, মুগ ডালের পুডিং, পিঠে, খিচুড়ি, বেগুনের তরকারি।
- Related topics -
- রাজ্য
- দিঘা
- জগন্নাথ মন্দির
- মেদিনীপুর
- মমতা ব্যানার্জী
- ভোগ
- পশ্চিমবঙ্গ