পুজো ও উৎসববেলুড়ে প্রবেশ নিষিদ্ধ, ইন্টারনেটের দুনিয়ায় জগদ্ধাত্রী পুজো দেখা যাবে ইউটিউবে !
মারণ ভাইরাস করোনার কারণে এই বছর দূর্গা পুজো থেকে শুরু করে কালীপুজো, কোনোটাতেই আমজনতা মন মতন আনন্দ করতে পারেননি, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের জামানায় টিভি বা মোবাইলের পর্দায় ঘরে বসে বিভিন্ন স্থানের প্রতিমা দর্শন করতে পেরেছেন। ক্যালেন্ডার অনুযায়ী আজ জগদ্ধাত্রী পুজো। কোভিড প্রটোকল মেনে দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, অন্যদিকে প্রতিমা দর্শনের সুযোগ থেকে ভক্তদের বঞ্চিত করতে রাজি নয় বেলুড় কর্তৃপক্ষ। তাই ইন্টারনেটের হাত ধরে ৭৫ বছরের পুরনো বেলুড়ের ঐতিহ্যবাহী মা সারদার প্রার্থনা কক্ষে জগদ্ধাত্রী পুজো দেখা যাবে ইউটিউবে। রবিবার সন্ধেয় বেলুড় মঠে শুরু হয় আরাধনা, আজ তিন বেলায় হবে সপ্তমী, অষ্ঠমী ও নবমীর পুজো; আগামীকাল বিসর্জন।