Puja Special Train | জগদ্ধাত্রী পুজোতেও মিলবে বাড়তি রেল পরিষেবা, শুক্রবার থেকেই মিলবে বাড়তি ট্রেন
রাতের দিকে হাওড়া শাখায় আপ ও ডাউন মিলিয়ে ৫ জোড়া বাড়তি ট্রেন চলবে বলে খবর
জগদ্ধাত্রী পুজোতেও বাড়তি ট্রেন চালানো হবে। রাতের দিকে হাওড়া শাখায় আপ ও ডাউন মিলিয়ে ৫ জোড়া বাড়তি ট্রেন চলবে বলে খবর।আগামী ৮ নভেম্বর, শুক্রবার থেকে ১২ তারিখ, মঙ্গলবার পর্যন্ত বাড়তি ট্রেনগুলি চালানো হবে। হাওড়া বর্ধমান শাখায় চলবে একজোড়া বিশেষ ট্রেন। হাওড়া থেকে বর্ধমানগামী বিশেষ ট্রেনটি ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। বর্ধমান থেকে হাওড়াগামী লোকাল ট্রেন পাওয়া যাবে রাত ১০.৩০এ। এছাড়া বিসর্জনের দিন, ১২ তারিখ হাওড়া ব্যান্ডেল শাখায় আরও অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিচ্ছে রেল।
- Related topics -
- ভারতীয় রেল
- ট্রেন
- লোকাল ট্রেন
- পুজো ও উৎসব
- জগদ্ধাত্রী পুজো
- উৎসব ২০২৪