Jdavpur University । খাতা না দেখেই দেওয়া হচ্ছে নম্বর ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগে রিপোর্ট তলব উচ্চ শিক্ষা দপ্তরের
Friday, November 22 2024, 4:20 pm
Key Highlights
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতার নম্বর গরমিলের অভিযোগ করলো সাংবাদিকতা বিভাগের পড়ুয়ারা। ল অ্যান্ড এথিকসকের পেপারে কমপক্ষে ৫০ থেকে ১০০ জন পড়ুয়ার খাতা না দেখেই নাকি নম্বর দিয়েছেন এক অধ্যাপক।
এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতার নম্বর গরমিলের অভিযোগ করলো সাংবাদিকতা বিভাগের পড়ুয়ারা। ল অ্যান্ড এথিকসকের কমপক্ষে ৫০ থেকে ১০০ জন পড়ুয়ার খাতায় মিলেছে গরমিল। খাতা না দেখেই নাকি নম্বর দিয়েছেন এক অধ্যাপক। এ ঘটনায় ক্ষুদ্ধ সাংবাদিকতা বিভাগের পড়ুয়ারা। তারা ইতিমধ্যেই বিভাগীয় প্রধানের কাছে রিপোর্ট জানিয়েছে। এরপরই সবদিক খতিয়ে দেখার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে কতৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে রিপোর্ট চেয়েছে উচ্চ শিক্ষা দপ্তর।
- Related topics -
- শহর কলকাতা
- যাদবপুর ইউনিভার্সিটি
- যাদবপুর
- সাংবাদিক
- পরীক্ষা
- রাজ্য