Jadavpur Case | পড়ুয়াদের দেওয়া সময়সীমার শেষের আগেই বৈঠকে বসছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
Sunday, March 9 2025, 5:47 pm

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়ারা বৈঠকের জন্য সোমবার দুপুর ১টা পর্যন্ত ডেডলাইন দিয়েছিলেন। সেই ডেডলাইনের মধ্যেই বৈঠকে বসার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
গত ১ মার্চ ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে অশান্তি ছড়িয়েছিলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এ পরিস্থিতিতে গত বুধবার পড়ুয়ারা উপাচার্যকে তাঁদের সাথে বৈঠকে বসার দাবিতে আন্দোলন করছিলো। বুধবার বিকেল ৪টে অবধি সময়সীমা বেঁধে দিয়েছিলো তাঁরা। তবে উপাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বৈঠক অনিশ্চিত হয়ে গিয়েছিল। তারপরই পড়ুয়ারা জানান সোমবার দুপুর ১টার মধ্যে তাঁদের সাথে বৈঠকে বসতে হবে কতৃপক্ষকে। তাঁদের কথা রেখে সোমবার সকাল ১১টায় পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- যাদবপুর
- যাদবপুর ইউনিভার্সিটি
- ছাত্র সংঘর্ষ