Pahalgam Attack | পহেলগাঁও হামলার ৫ মাস পর ১২টি পর্যটন কেন্দ্র ফের খোলার পথে প্রশাসন

নৃশংস সেই জঙ্গি হামলার ৫ মাস পর এবার ১২টি পর্যটন কেন্দ্র ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। ৫ মাস পর এবার কাশ্মীর এবং জম্মু ডিভিশনের মোট ১২টি পর্যটন কেন্দ্র ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। কাশ্মীরের পর্যটন কেন্দ্রের মধ্যে আরু ভ্যালি ও র্যাফটিং পয়েন্ট ইয়ান্নের পড়ে পহেলগাঁওয়ে। পহেলগাঁওয়ে যাওয়ার পথে পড়ে আক্কাদ পার্ক। পাদশাহি পার্ক অনন্তনাগে। কামান পোস্ট পর্যটন কেন্দ্রটি উত্তর কাশ্মীরের উরিতে। জম্মুর পাঁচটি পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে কাঠুয়ার ধাগ্গার, রামবনের দাগন টপ এবং সালালের শিব গুহা।