গ্রীষ্মের দাপটে রাতে শোয়ার আগে ত্বকের অবশ্যই যত্ন নেওয়া দরকার, চলুন জেনে নেওয়া যাক
Monday, March 8 2021, 8:53 am
Key Highlights
সবেমাত্র মার্চ মাস, কিন্তু তাতে কি। যে হারে গরম পড়েছে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। আর বর্ষাকালে আর্দ্রতায় ভরা প্যাচপ্যাচে গরমে তো আরোই সমস্যা হয়। তাই শুধু গ্রীষ্ম বা বর্ষা নয়, সারা বছর মেকআপ করা হোক বা না করা হোক রাত্রে শোয়ার আগে অবশ্যই ভিটামিন-ই সমৃদ্ধ ক্লিন্সার বা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। এর পর ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখার জন্য টোনার অবশ্যই মাখতে হবে। এরপরে ভাল কোনও নাইট ক্রিম অথবা অল্প ময়শ্চারাইজ নিয়ে ৫ মিনিট ধরে মালিশ করা জরুরী। নিজেকে সুন্দর রাখুন, সুস্থ থাকুন।
- Related topics -
- লাইফস্টাইল
- রূপচর্চা
- সৌন্দর্য্য
- গ্রীষ্মকাল