BGBS 2025 | বাংলায় হোটেল ব্যবসায় আরও বিনিয়োগ করবে ITC-Neotia! বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটে বড় ঘোষণা শিল্পপতিদের

Wednesday, February 5 2025, 12:31 pm
highlightKey Highlights

বর্তমানে ITCর ৬টি হোটেল বঙ্গে রয়েছে। সেই হোটেল সংখ্যাই দ্বিগুন করার পরিকল্পনা রয়েছে।


বাংলায় হোটেল ব্যবসায় বিনিয়োগ করার কথা ঘোষণা করলেন একাধিক শিল্পপতি। ২০২৫ সালের বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটের প্রথমদিন ITC চেয়ারম্যান সঞ্জীব পুরী বলেন, পশ্চিমবঙ্গে তাঁদের হোটেল ব্যবসা দিনে দিনে বাড়ছে। বর্তমানে ITCর ৬টি হোটেল বঙ্গে রয়েছে। সেই হোটেল সংখ্যাই দ্বিগুন করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়াও পশ্চিমবঙ্গে তাঁদের হোটেল ব্যবসার বিস্তৃত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। কলকাতা ছাড়াও দার্জিলিং, কালিম্পং, গোরুমারা অভয়ারণ্য, দিঘা, শান্তিনিকেতন, সুন্দরবনে হোটেল গড়বে নেওটিয়া গ্রুপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File