Supersolid Light | 'অসম্ভব' হলো 'সম্ভব'! আলোর সুপারসলিড রূপ বানিয়ে বিজ্ঞান জগতে বিপ্লব ঘটালেন ইতালির বিজ্ঞানীরা!
Saturday, March 22 2025, 6:27 am

আলো তরল, গ্যাসীয়, কঠিন কোনটিই নয়। কিন্তু আলোর সুপারসলিড রূপ বানিয়ে সেই 'অসম্ভব'কে সম্ভব করলেন ইটালির দুই বিজ্ঞানী আন্তোনিও জিয়ানফেট এবং ডেভিড নিগ্রো।
উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির জন্য এক সময়ের 'অসম্ভব' আজ সম্ভব। আলো তরল, গ্যাসীয়, কঠিন কোনটিই নয়। কিন্তু আলোর সুপারসলিড রূপ বানিয়ে সেই 'অসম্ভব'কে সম্ভব করলেন ইটালির দুই বিজ্ঞানী আন্তোনিও জিয়ানফেট এবং ডেভিড নিগ্রো। তাঁরা বোস-আইনস্টাইন কনডেনসেট তত্ত্বকে কাজে লাগিয়ে শূন্য ডিগ্রি তাপামাত্রায় আলো অণুকে ঘনীভূত করেন। সেই অবস্থায় আলোর কণাগুলি একত্রিত হয়ে সুপারসলিড রূপ ধারণ করে। এই অবস্থায় আলোর ভিতরের অংশ তরলের মতো কিন্তু তরল নয়। ঠিক যেন থকথকে অবস্থা। কিন্তু সেই অর্থে এখনও আলোকে ছুঁয়ে দেখা সম্ভব নয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্যান্য
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- বিজ্ঞানী