Iskcon Robbery । ইসকন মন্দিরে চুরি, অভিযোগের তীর মন্দিরের কর্মীর বিরুদ্ধে
ভয়াবহ চুরির ঘটনা ঘটে গেল ইসকন মন্দিরে। উত্তর প্রদেশের মথুরার কাছে বৃন্দাবনে ইসকন মন্দির থেকে প্রমাণীর টাকা, রসিদের বই চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ।
শনিবার উত্তর প্রদেশের মথুরার কাছে বৃন্দাবনে ইসকন মন্দির থেকে প্রমাণীর টাকা, রসিদের বই চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। অভিযোগ উঠেছে ইসকনের কর্মী মুরলীধর দাসের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর। সূত্রের খবর, তাঁর কাছেই দায়িত্ব ছিল, ভক্তদের থেকে প্রণামী সংগ্রহ করে তা আবার মন্দির কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার। সেখান থেকেই টাকা সরাতেন তিনি। তিনি মন্দিরে রসিদ বই জমা দিচ্ছিলেন না বলে অভিযোগ। প্রথমে প্রাথমিক তদন্ত হয়েছিল, তাঁর পরে এফআইআর দায়ের করা হয়েছে।
- Related topics -
- দেশ
- মথুরা
- উত্তরপ্রদেশ সরকার
- উত্তরপ্রদেশ
- বৃন্দাবন
- চুরি
- মন্দির