Sikkim । গাড়ি করে নাথু লা পাসে যেতে হলে সঙ্গে রাখতে হবে বেলচা শিকল! কেন এমন নিয়ম?

Saturday, December 28 2024, 5:11 pm
highlightKey Highlights

নাথু লা গামী গাড়িগুলিতে শিকল ও বেলচা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। যাতে রাস্তায় বরফ পরলেও তা বেলচা দিয়ে সরিয়ে যাওয়া আসার পথ তৈরি করা যায়।


শুরু হয়েছে তুষারপাতের মরশুম। দলে দলে পর্যটকেরা ভিড় করছেন সিকিমে। এবার নাথু লা গামী গাড়িগুলির জন্য জারি হল নয়া নির্দেশিকা। নির্দেশিকায় সিকিম প্রশাসন জানিয়েছেন, প্রত্যেক গাড়িকে নাথু লা যাওয়ার জন্য আগেভাগে অনুমতি নিতে হবে। গাড়িগুলিকে সকাল ১০টার মধ্যে তিন মাইল চেকপোস্ট পার করে বিকেল ৫টার মধ্যে ফিরে আসতে হবে। গাড়িতে শিকল ও বেলচা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এতে রাস্তায় বরফ জমলে বেলচা দিয়ে সরিয়ে পথ তৈরী করে ফিরে আসা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File