ISTAR Spy Plane | শত্রু লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আক্রমণ, তিনটি অত্যাধুনিক গুপ্তচর বিমান কিনবে ভারত!
Tuesday, June 10 2025, 9:40 am
 Key Highlights
Key Highlightsতিনটি অত্যাধুনিক গুপ্তচর বিমান কিনতে চলেছে ভারত। এর জন্য ১০,০০০ কোটি টাকার প্রস্তাব বিবেচনা করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক।
তিনটি অত্যাধুনিক গুপ্তচর বিমান কিনতে চলেছে ভারত। এর জন্য ১০,০০০ কোটি টাকার প্রস্তাব বিবেচনা করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই বিমানগুলি এয়ার টু গ্রাউন্ড ইন্টেলিজেন্স সরবরাহ করবে। ফলে শত্রু লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আক্রমণ করা সম্ভব হবে। এই ISTAR সিস্টেমটি দেশীয়ভাবে তৈরি করবে DRDO। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা, নজরদারি, টার্গেট অ্যাকুইজিশন অ্যান্ড রিকনাইসেন্স (ISTAR) সংক্রান্ত প্রকল্পটি জুনের চতুর্থ সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রকের এক উচ্চ পর্যায়ের বৈঠকে অনুমোদন করা হতে পারে।
-  Related topics - 
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- যুদ্ধবিমান
- অপারেশন সিঁদুর

 
 