ISRO | ‘বাহুবলী-র কাঁধে ভর দিয়ে মহাকাশে ৪, ৪১০ কেজির স্যাটেলাইট, সাফল্য ISRO-র
Sunday, November 2 2025, 2:43 pm
Key Highlightsরবিবার বিকেলে এলভিএম৩-এম৫ রকেট চেপে মহাকাশে পাড়ি দেব ইসরোর সবচেয়ে ভারী উপগ্রহ সিএমএস-০৩।
কথামতো রবিবার বিকেল ৫টা বেজে ২৬ মিনিটে এলভিএম৩-এম৫ রকেট ‘বাহুবলী’তে চেপে শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর সবচেয়ে ভারী উপগ্রহ সিএমএস ০৩। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্যে ৪, ৪১০ কেজি ওজনের ওই উপগ্রহ উৎক্ষেপণ করেছে ইসরো। নয়াদিল্লি সূত্রে খবর, দেশের প্রতিরক্ষা, বিশেষ করে নৌসেনার কাজেই এই নতুন এবং ওজনদার কৃত্রিম উপগ্রহটিকে আকাশে পাঠাচ্ছে ইসরো। এই নিয়ে আটবার এই উপগ্রহটিকে মহাকাশে পাঠাচ্ছে মহাকাশ সংস্থা। পৃথিবী থেকে ৪৬০ মাইল দূরে মহাকাশে স্থাপন করা হয়েছে এই রাডার অ্যান্টেনা।
- Related topics -
- দেশ
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- আন্তর্জাতিক প্রতিরক্ষা
- মহাকাশচারী
- মহাকাশযান
- মহাকাশ
- রকেট
- ইসরো
- শ্রীহরিকোটা সতীশ ধওয়ন স্পেস সেন্টার

